পোস্টগুলি

জুন, ২০১৩ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

Keyboard Shortcuts জানুন এবং আপনার কাজ সহজ করুন ।

                  আসসালামুয়ালাইকুম, আজকে আমি আপনাদের কিছু Keyboard Shortcuts এর কথা বল্ব,যে গুলির কিছু জানা আর কিছু অজানা।কিন্তু এর আগে একটা কথা , Keyboard Shortcuts গুলি আমাদের কাজ গুলি করা আরও সোজা এবং কম সময়ে করে দেই।তাই এগুলি জানলে আসা করি আপনাদের Computer এ কাজ আর একটু তাড়াতারি হবে। Windows key + R = Run menu This is usually followed by: cmd = Command Prompt iexplore + “web address” = Internet Explorer compmgmt.msc = Computer Management dhcpmgmt.msc = DHCP Management dnsmgmt.msc = DNS Management services.msc = Services eventvwr = Event Viewer dsa.msc = Active Directory Users and Computers dssite.msc = Active Directory Sites and Services Windows key + E = Explorer ALT + Tab = Switch between windows ALT, Space, X = Maximize window CTRL + Shift + Esc = Task Manager Windows key + Break = System properties Windows key + F = Search Windows key + D = Hide/Display all windows...

iPhone থেকে Laptop/PC তে Internet ব্যবহার করুন।

ছবি
      আপনি যদি আপনার Laptop বা iPad নিয়ে কোথাও বাহির হন বা ভ্রমণ করেন এবং সেখানে কোন WiFi সংযোগ সুবিধা নাই কিন্তু সাথে iPhone আছে তাহলে আপনার আইফোন টি একটি মোবাইল মডেম এ রূপান্তরিত করা সম্ভব এবং আপনার iPhone এর Internet Access আপনার Laptop/PC বা iPad এ use করতে পারেন। Warning:  আপনার iPhone এ Unlimited data plan কাছে কি? কারন এটি ব্যয়বহুল, যদি আপনি iPhone সংযোগ দিয়ে কোন software ডাউনলোড করেন। Instructions Step 1 আপনার iPhone ''Setting'' আইকন এ Click করেন। তারপর উপর থেকে তৃতীয় বা চতুর্থ নম্বর এ আপনি দেখতে পরবেন ''Personal Hotspot''  আর যদি আপনি তা না দেখতে পান তাহলে Scroll down করে ''General'' এ ক্লিক করে ''Network’' এ Click করুন তারপর স্ক্রল করে নিচে দেখুন ''Personal Hotspot'' এর জন্য এটাকে ''ON'' করুন এবং নিচে দেখতে পারবেন যে ''Password'' দেওয়া আছে, আপনি ইচ্ছা করলে এটাকে Change করতে পারেন (যাতে করে অন্যরা আপনার iPhone এর সাথে সংযোগ করে Data ব্যব...