কি জানতে চান নাকি আপনার কম্পিউটারের নাড়ি নক্ষত্র? কম্পিউটারের সকল তথ্য আপনার হাতের মুঠোয়!!
আপনার কম্পিউটার সম্পর্কে আপনি কতটুকু জানেন? যদি জিজ্ঞেস করা হয় মাদারবোর্ডের মডেল কি? আপনার গ্রাফিক্স কার্ডের ক্ষমতাই বা কতটুকু? মনিটরের ডিসপ্লে সাইজ? মডেল? বায়োস সম্পর্কে কতটুকু জানেন? কি চিন্তা করছেন? কিভাবে এসব প্রশ্নের উত্তর পাবেন? ভাবছেন পিসির নাট বল্টু খুলে এসব তথ্য উদ্ধার করবেন? মোটেও তা করতে হবে না। শুধুমাত্র একটা ছোট সফটওয়্যার দিয়ে আপনার কম্পিউটারের নাড়ি নক্ষত্র সব জানতে পারবেন। কি লাভ হবে এসব তথ্য দিয়ে? কি আর হবে আপনার সাধারন জ্ঞান বৃদ্ধি পাবে। আসলে নিজের কম্পিউটারের তথ্য হালনাগাদ করলে অনেক সময়ই কাজে লাগে। তাছাড়া নিজের কম্পিউটার সম্পর্কে না জানা আর নিজের বাসার এড্রেস না জানা একই কথা। যে সফটওয়্যারের মাধ্যমে আপনার কম্পিউটারের A to Z জানতে পারবেন তার নাম হলো SIW । নাম আর সাইজ ছোট হলেও কাজ কিন্তু ছোট না!! এটা শুধু তথ্যই না সাথে ম্যাক এড্রেস পরিবর্তন, মনিটরের ডেড পিক্সেল টেস্ট, নেট স্পিড টেস্ট, ব্রাউজারের সেভ করা পাসওয়ার্ড সহ আরও অনেক কিছু! হার্ডওয়্যারের যেসব বিস্তারিত তথ্য পাবেনঃ System Motherboard Sensors BIOS CPU Info Devices PCI System Slots Network Cards ...