কি জানতে চান নাকি আপনার কম্পিউটারের নাড়ি নক্ষত্র? কম্পিউটারের সকল তথ্য আপনার হাতের মুঠোয়!!

আপনার কম্পিউটার সম্পর্কে আপনি কতটুকু জানেন? যদি জিজ্ঞেস করা হয় মাদারবোর্ডের মডেল কি? আপনার গ্রাফিক্স কার্ডের ক্ষমতাই বা কতটুকু? মনিটরের ডিসপ্লে সাইজ? মডেল? বায়োস সম্পর্কে কতটুকু জানেন?
কি চিন্তা করছেন? কিভাবে এসব প্রশ্নের উত্তর পাবেন? ভাবছেন পিসির নাট বল্টু খুলে এসব তথ্য উদ্ধার করবেন?

মোটেও তা করতে হবে না। শুধুমাত্র একটা ছোট সফটওয়্যার দিয়ে আপনার কম্পিউটারের নাড়ি নক্ষত্র সব জানতে পারবেন।
কি লাভ হবে এসব তথ্য দিয়ে? কি আর হবে আপনার সাধারন জ্ঞান বৃদ্ধি পাবে। icon razz কি জানতে চান নাকি আপনার কম্পিউটারের নাড়ি নক্ষত্র? কম্পিউটারের সকল তথ্য আপনার হাতের মুঠোয়!!   | Techtunes আসলে নিজের কম্পিউটারের তথ্য হালনাগাদ করলে অনেক সময়ই কাজে লাগে। তাছাড়া নিজের কম্পিউটার সম্পর্কে না জানা আর নিজের বাসার এড্রেস না জানা একই কথা।
যে সফটওয়্যারের মাধ্যমে আপনার কম্পিউটারের A to Z জানতে পারবেন তার নাম হলো SIW। নাম আর সাইজ ছোট হলেও কাজ কিন্তু ছোট না!!
এটা শুধু তথ্যই না সাথে ম্যাক এড্রেস পরিবর্তন, মনিটরের ডেড পিক্সেল টেস্ট, নেট স্পিড টেস্ট, ব্রাউজারের সেভ করা পাসওয়ার্ড সহ আরও অনেক কিছু!

হার্ডওয়্যারের যেসব বিস্তারিত তথ্য পাবেনঃ

  • System
  • Motherboard
  • Sensors
  • BIOS
  • CPU Info
  • Devices
  • PCI
  • System Slots
  • Network Cards
  • Memory
  • Video
  • Storage Devices
  • Logical Disks
  • Ports
  • Battery
  • Printers

সফটওয়্যারের যেসব বিস্তারিত তথ্য পাবেনঃ

  • Operating System Information
  • Updates
  • System Directories
  • Installed Programs
  • Applications
  • Licenses
  • System Files
  • Accessibility
  • Environment
  • File Associations
  • Regional Settings
  • Running Processes
  • Loaded DLLs
  • Drivers
  • NT Services
  • NT Pipes
  • Autorun
  • Scheduled Tasks
  • Databases
  • Audio and Video Codecs
  • Shared DLLs
  • ActiveX
  • Open Files
  • Groups and Users
  • Protected Files
  • Passwords
  • Certificate

নেটওয়ার্ক সম্পর্কিত বিস্তারিত তথ্যঃ

  • Network Info
  • Extended Network Info
  • Neighborhood Scan
  • Open Ports
  • Shares
  • RAS Connections
  • Hosts Scan
  • Ping
  • Trace
  • Request
  • Network Traffic
  • Statistics
  • Remote Computer
  • Remote Command

বিভিন্ন প্রয়োজনিয় টুলসঃ

  • Eureka! Reveal passwords hidden behind asterisks
  • MAC Address Changer
  • Broadband Speed Test
  • CPU and Memory Usage
  • Windows 9x Password
  • Windows 9x Performance Monitor
  • Microsoft's Tools
  • Shutdown / Restart
  • Monitor Test
  • URL Explorer

আরও বিস্তারিত দেখুন এখানে।

উল্লেখযোগ্য অংশের সংক্ষিপ্ত বর্ণনাঃ

কম্পিউটারের সকল সফটওয়্যারের বর্ননা থেকে শুরু করে অর্থাৎ অপারেটিং সিস্টেম থেকে শুরু করে ব্রাউজারে সেভ করা পাসওয়ার্ড পর্যন্ত দেখতে পারবেন।

siw os winxp কি জানতে চান নাকি আপনার কম্পিউটারের নাড়ি নক্ষত্র? কম্পিউটারের সকল তথ্য আপনার হাতের মুঠোয়!!   | Techtunes

siw installed কি জানতে চান নাকি আপনার কম্পিউটারের নাড়ি নক্ষত্র? কম্পিউটারের সকল তথ্য আপনার হাতের মুঠোয়!!   | Techtunes

কম্পিউটারের হার্ডওয়্যার সামারি অর্থাৎ মাদারবোর্ড, বায়োস, CPU , মেমরি, পিসিআই, ড্রাইভার, পোর্ট, ভিডিও, সাউন্ড কার্ড সহ এক কথায় সব তথ্য দেখতে পারবেন।

siw system কি জানতে চান নাকি আপনার কম্পিউটারের নাড়ি নক্ষত্র? কম্পিউটারের সকল তথ্য আপনার হাতের মুঠোয়!!   | Techtunes

siw motherboard কি জানতে চান নাকি আপনার কম্পিউটারের নাড়ি নক্ষত্র? কম্পিউটারের সকল তথ্য আপনার হাতের মুঠোয়!!   | Techtunes

video info কি জানতে চান নাকি আপনার কম্পিউটারের নাড়ি নক্ষত্র? কম্পিউটারের সকল তথ্য আপনার হাতের মুঠোয়!!   | Techtunes

বিভিন্ন প্রয়োজনীয় যেমন ম্যাক এড্রেস পরিবর্তন, মনিটরের ডেড পিক্সেল টেস্ট, নেট স্পিড টেস্ট, কতটুকু কাজ চলছে তা জানা সহ অনেক ফিচারতো থাকছেই!

macaddress কি জানতে চান নাকি আপনার কম্পিউটারের নাড়ি নক্ষত্র? কম্পিউটারের সকল তথ্য আপনার হাতের মুঠোয়!!   | Techtunes

cpu usage কি জানতে চান নাকি আপনার কম্পিউটারের নাড়ি নক্ষত্র? কম্পিউটারের সকল তথ্য আপনার হাতের মুঠোয়!!   | Techtunes

এক কথায় কম্পিউটারের এত তথ্য দেখে আপনার চোখ ছানাবড়া হবে নিশ্চিত! icon wink কি জানতে চান নাকি আপনার কম্পিউটারের নাড়ি নক্ষত্র? কম্পিউটারের সকল তথ্য আপনার হাতের মুঠোয়!!   | Techtunes

ডাউনলোডঃ

SIW Business v2011.05.26 সাইজ মাত্র ৩ মেগাবাইট। সাথে সিরিয়াল কী দেয়া আছে।

আর হ্যা কখনই আপডেট করবেন না!

image 99E9 4DECFCD8 কি জানতে চান নাকি আপনার কম্পিউটারের নাড়ি নক্ষত্র? কম্পিউটারের সকল তথ্য আপনার হাতের মুঠোয়!!   | Techtunes

"Everything you want to know about your computer"

ধন্যবাদ সবাইকে।


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ভালোবাসা এবং সাদা পৃষ্ঠা

iPhone থেকে Laptop/PC তে Internet ব্যবহার করুন।

কিভাবে কোন user-এর জন্য Hard Disk এর জায়গা বরাদ্ধ দেয়া যায় ?