ভালোবাসা এবং সাদা পৃষ্ঠা

তোমরা কি করে পারো ?
শাদা কাগজে ভালোবাসা শব্দটি নির্দ্বিধায় লিখে দিতে
আমার হাত কাপে,বুক কাপে, পায়ের নিচে মাটি কাপে
শাদা কাগজের বুকে দেখি গভীর তলদেশ,গভীর সুমুদ্র
সাতারবিহীন শব্দটির ডুবতে থাকা দেহ
শাদা কাগজে ভালোবাস শব্দটি লিখতে গেলে
আমি তাকে ডুবুরির পোশাক পরাতে ভুলে যায়
ডুবতে থাকা আমার ভালোবাসা এবং কবিতা
তখন ভালোবাসা শব্দটিতে কবিতার দায়বদ্ধতা খোজে
শাদা কাগজকে বার বার মনে হয়
একটি বিচ্ছিন্ন দ্বীপ,আবার কখোনো চোরাবালি
তলিয়ে যাবে
তোমাকে না বলা আমার ক্থার সংগোপন
কবিতার আদি অন্ত দমিত উচ্ছাস
কেনো ভালবাসা শব্দটিতে আজীবন আটকে থাকে ?


ভালোবাসা এবং শাদা পৃষ্ঠা
আমার শান্তির উতস নয়,যন্ত্রনার অতল
যার কাছে আমি এবং আমার কবিতা
নিয়ত তলিয়ে যায়,ভীত হয়
নিশাসে সুমুদ্র হয় শাদার শুন্যতায়
আর ভালোবাসা শব্দটি লেখার অসীম অপারগতায়
( shaila sharmin misti)

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

iPhone থেকে Laptop/PC তে Internet ব্যবহার করুন।

কিভাবে কোন user-এর জন্য Hard Disk এর জায়গা বরাদ্ধ দেয়া যায় ?