GP তে Unlimited Internet Use করুন মাত্র ২৭ টাকায়!!!

আমি সাধারণত Grameenphone এর P6 অর্থাৎ ১ গিগাবাইট এর প্যাকেজ ব্যবহার করি। কিন্তু এই প্যাকেজ দিয়ে ব্রাঊজিং টা মুটামুটি করা গেলেও
মনের মত করে কোন কিছু ডাউনলোড করা এক কথায় অসম্ভব একটি ব্যপার।
এদিকে অনেক প্রয়োজনীয় ফাইল Waiting List এ রয়েছে, যেগুলো ডাউনলোড না করলেই নয়। কিন্তু আমার কাছে এই মূহুর্তে এত টাকাও নেই যে P5 অথবা Unlimited প্যাকেজ কিনব।
তাই ভাবতে থাকলাম কি করা যায়।
আমার কথা শুনে আমার এক Friend এই ট্রিকের কথা জানাল। আমি তো শুনে যেন আকাশের চাঁদ হাতে পেয়ে গেলাম।
ভাবলাম বিষয়টা শুধু নিজের মধ্যে লুকিয়ে না রেখে টেকটিউনস এর বন্ধুদের সাথে শেয়ার করি। তাই আজ অনেকদিন পর টিউন করতে বসা।
যাই হোক, এবার মূল কথায় আসি। এই ট্রিকের মাধ্যমে আপনি ৩ দিনের জন্য GP Unlimited Internet প্যাকেজ ব্যবহার করতে পারবেন। ১৫% ভ্যট সহ আপনার খরচ হবে মোট ২৭ টাকা।
আমার মত যারা একটু টানাটানিতে আছেন, তাদের মনে হয় বেশ কাজে দিবে।

এই প্যাকেজ ব্যবহার করতে নিচের Step গুলো Follow করুনঃ-

  • প্রথমে একটি GP Sim এবং একটি Symbian Support করে এমন অথবা N-series এর সেট জোগার করুন। (আমার জানামতে Internet Use করা যায় এমন যেকোন সেট দিয়েই করা জায়, তবে আমি Nokia N70 Set দিয়ে Active করেছি)।
    আপনার যদি কোন N-series এর সেট না থাকে তবে কোন বন্ধুর কাছ থেকে ৫ মিনিটের জন্য ধার করে নিন।
  • এবার সেটের মেসেজ অপশন এ গিয়ে BACKUP লিখে 6000 নম্বরে পাঠিয়ে দিন।
  • মনে রাখবেন, যে সেট দিয়ে কাজ করবেন, সেটাতে যেন Internet Active করা থাকে। কেননা কিছুক্ষনের মধ্যে আপনার কাছে একটি মেসেজ আসবে, যেটিতে এখন আপনাকে ১ মিনিটের জন্য ঢুকতে হবে।
  • আশা করি মেসেজ পেয়ে গেছেন। এবারে Address টিতে ঢুকে পরুন এবং “Click Here” এ ক্লিক করুন।
  • ব্যস আপনার কাজ শেষ! ২ মিনিটের মাথায় আপনি আর একটি মেসেজ পাবেন, যেখানে আপনাকে জানানো হবে যে, আপনার Backup Service চালু হয়ে গেছে এবং আমাদের কাংখিত ৩ দিনের EDGE Service ও চালু হয়ে গেছে।
  • তাহলে আর দেরি কিসের? এখনি ৩ দিনের জন্য Unlimited Internet ব্যবহার করা শুরু করে দিন।

    Note:- এই প্যাকেজ USE করতে হলে আপনার সীম এ অবশ্যই ৪৫ টাকার উপরে ব্যালেন্স থাকতে হবে। তবে ভয় নেই, আপনার Account থেকে ২৭ টাকা কেটে নেয়া হবে।

    একটি সীম দিয়ে মাসে একবার এই Service ব্যবহার করতে পারবেন। এক্ষেত্রে ৩ দিন শেষ হয়ে গেলে UNSUB লিখে 6000 এ একটি মেসেজ পাঠিয়ে দিন।
    আর এটি অনেক পুরানো ট্রিক। যারা জানেন না শুধু তাদের জন্য। যারা ইতিমধ্যে জানেন, আশা করি তারা অনাকাংক্ষিত মন্তব্য না করে ক্ষমাসুন্দর দৃস্টিতে দেখবেন।
    ট্রিকটি যদি আপনাদের ভাল লেগে থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করবেন।
    আজ এটুকুই, Happy Browsing………

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ভালোবাসা এবং সাদা পৃষ্ঠা

iPhone থেকে Laptop/PC তে Internet ব্যবহার করুন।

কিভাবে কোন user-এর জন্য Hard Disk এর জায়গা বরাদ্ধ দেয়া যায় ?