অগাষ্ট সমাচার
গহীন চুপচাপ রাত্রি এখন
অপলক নিশ্চুপ নয়ন দুটো
একেবারে শীতল অন্ধকার
স্থবিরতার আড়ালে নুজ্জ শিরদাড়া
অবস শরীরে লুটিয়ে পড়ে
লুটিয়ে পড়ে ঝিঝি পোকার ডাকে
এখন সত্য অন্য ডালে
ভবঘুরে নৈবদ্য, সোবা তৈরি
এখন সুধু আলাপাতা মেশানো বাকি
দেড় পেচ দিয়ে অন্তত তিন কাটা।
সন্ধি কাটারী যায় হোক দারুন জটা
এ যাত্রা চলতেই থাকে ধোঁয়ার আস্তরন
ইচ্ছে করে এমন হয় মদিরা
ধর্মঘট ডাকলো নদীরা
ঘাড় পাজ়ড় সব জড়িয়ে কুড়িয়ে
গোল পাকালো, চাদঁ ফূরিয়ে
এবার কটা সুর্য খেয়ে
উপুড় হব বিশেষ ভঙ্গিমায়
( জিমি রাহা)
অপলক নিশ্চুপ নয়ন দুটো
একেবারে শীতল অন্ধকার
স্থবিরতার আড়ালে নুজ্জ শিরদাড়া
অবস শরীরে লুটিয়ে পড়ে
লুটিয়ে পড়ে ঝিঝি পোকার ডাকে
এখন সত্য অন্য ডালে
ভবঘুরে নৈবদ্য, সোবা তৈরি
এখন সুধু আলাপাতা মেশানো বাকি
দেড় পেচ দিয়ে অন্তত তিন কাটা।
সন্ধি কাটারী যায় হোক দারুন জটা
এ যাত্রা চলতেই থাকে ধোঁয়ার আস্তরন
ইচ্ছে করে এমন হয় মদিরা
ধর্মঘট ডাকলো নদীরা
ঘাড় পাজ়ড় সব জড়িয়ে কুড়িয়ে
গোল পাকালো, চাদঁ ফূরিয়ে
এবার কটা সুর্য খেয়ে
উপুড় হব বিশেষ ভঙ্গিমায়
( জিমি রাহা)
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন