ফেসবুক Chat এ এখন আরও বেশি মজা!!(Sound+আনকমন Emoticon) Update-2010

সবাইকে আমার সালাম জানিয়ে আজকের টিউন শুরু করছি। আমি এটি নিয়ে আগেও টিউন করেছি। আর মজার বিষয় হলো ঐটা ছিল আমার প্রথমে টিউন। আগে একবার টিউন করলেও এত সুবিধা ছিল না তাই আপডেট করে আবার টিউন করলাম।
10233 159113832029 152343737029 3117172 8344675 n ফেসবুক Chat এ এখন আরও বেশি মজা!!(Sound+আনকমন Emoticon) Update 2010 | Techtunes

আমরা প্রায় সবাই ফেসবুক ব্যবহার করি। আমিতো সারা দিন ফেসবুক এ বসে থাকি। ফেসবুকের Chat আমার কাছে সবচে ভাল লাগে। কিন্ত ফেসবুকের chat এ সহজে Emoticon দেয়া যায়না। যাও দেয়া যায় তাও আবার code মুখস্ত করে দিতে হয় এবং খুব বেশি মজার না। তাই ফেসবুকের chat কে আরও বেশি মজাদার এবং নতুনভাবে সাজাবার জন্য আমার এই টিউন। এই টুলটির নাম হলো FaceMoods।

17560 284548132029 152343737029 3780670 1613730 n ফেসবুক Chat এ এখন আরও বেশি মজা!!(Sound+আনকমন Emoticon) Update 2010 | Techtunes

যে সব ব্রাউজার সাপোর্ট করেঃ

  1. Mozilla Firefox
  2. Google Chrome
  3. Internet Explorer

FaceMoods এর মাধ্যমে যা করতে পারবেনঃ

  • মজার কিছু সাউন্ড দিতে পারবেন ফেসবুকের চ্যাটে।
  • World Cup এর জন্য পতাকা সহ Emoticon শেয়ার করতে পারবেন।
  • কিছু মজার মজার Txt শেয়ার করতে পারবেন।
  • বড় বড় ফ্ল্যাস কার্টুন দিতে পারবেন। যেমন মাইকেল জ্যাকসনের ডেন্স।
  • Wall এ Emoticon শেয়ার করতে পারবেন।
  • এছাড়াও আরও অনেক মজার মজার কার্টুন দিতে পারবেন।

12399 376728637029 152343737029 4072804 5284239 n ফেসবুক Chat এ এখন আরও বেশি মজা!!(Sound+আনকমন Emoticon) Update 2010 | Techtunes

ডাউনলোড লিঙ্কঃ

Mozilla Firefox & Internet Explorer

Facemoods

আর Google Chrome এর জন্য যান এখানে
Google Chrome Extensions

ডাউনলোড করার পর install করুন। তারপর Mozilla restart করুন। এবার ফেসবুকে login করে Chat এ যান এবং মজা দেখুন।
তবে আপনি যার সাথে এই Emoticon শেয়ার করবেন তাকেও অবশ্যই এই software install করা থাকতে হবে। চিন্তার কোন কারন নাই। এটি ঐখান থেকেই আপনার সব ফ্রেন্ডকে ইন্সটল করার লিঙ্ক দিতে পারবেন। এর জন্য Suggest to friend বা Share in chat এ ক্লিক করে ফ্রেন্ডকে পাঠিয়ে দিন আর ইন্সটল করতে বলুন। আর যদি ইন্সটল করা নাও থাকে তাহলে সাধারন Emoticon গুলা এমনিতেই শেয়ার করতে পারবেন কোন শর্টকাট জানা ছাড়াই।
ব্যস! তারপর যত খুশী মজা করুন।

আশা করি সবার ভাল লাগবে।
আর হ্যা ফেসবুকে আমার সাথে শেয়ার করতে ভুলবেন না কিন্তু ;)

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ভালোবাসা এবং সাদা পৃষ্ঠা

iPhone থেকে Laptop/PC তে Internet ব্যবহার করুন।

কিভাবে কোন user-এর জন্য Hard Disk এর জায়গা বরাদ্ধ দেয়া যায় ?