দ্রুত বাউজিং করার জন্য জেনে নিন মজিলা ফায়ারফক্সের সব শটকার্ট কমান্ড।

মজিলা খুবই জনপ্রিয় একটি ওয়েব ব্রাউজার, অনেকই এটা ব্যবহার করে কিন্তু এর শটকার্ট কমান্ডগুলো কি সবাই জানে? শটকার্ট কমান্ডগুলো আপনার জানা থাকলে নেটে ব্রাউজিং করাটা আরো সহজ হয়ে উঠবে। আজ এই শটকার্ট কমান্ড গুলো নিয়ে আমার টিউন। আশা করি অনেকের কাজে আসবে ছোট্র টিউনটি…

hand on keyboard দ্রুত বাউজিং করার জন্য জেনে নিন মজিলা ফায়ারফক্সের সব শটকার্ট কমান্ড। | Techtunes

Shortcut keys Action

CTRL+A ব্রাউজারের এ্যাকটিভ করা পেজটি সম্পূর্ন নিবার্চন হবে

CTRL+B বুকমার্ক করা পেইজগুলো ব্রাউজারের বামপার্শ্বে দেখাবে

CTRL+D বুকমার্ক কে পেজটি সেভ হবে

CTRL+F এ্যাকটিভ করা পেজটিতে কোন কিছু খোজার জন্য

CTRL+I বুকমার্ক করা পেইজগুলো ব্রাউজারের বামপার্শ্বে দেখাবে

CTRL+H ভিজিট করা পেইজগুলোর খুজে বের করতে পারবেন

CTRL+N নতুন একটি ব্রাউজার পেইজ খুলবে

CTRL+P ওয়েবপেজটি প্রিন্ট করার জন্য

CTRL+R রিফ্রেস করার জন্য, পুনরায় খুলার জন্য

CTRL+T ব্রাউজারে নতুন ট্যাব খুলবে

CTRL+U সোর্স কোনগুলো প্রদর্শিত হবে

CTRL+W এ্যাকটিভ করা পেইজটি বন্ধ হবে

CTRL++ ওয়েব পেজটি জুম হবে, বড় করে প্রদর্শিত হবে

CTRL+ - ওয়েব পেজটি ছোট হবে, ছোট করে প্রদর্শিত হবে

CTRL+Tab এ্যাকটিভ করা পেজগুলোতে মুভ করার জন্য

ALT+Home ব্রাউজারে হোম পেজটি খুলবে

ALT+B ব্রাউজারের ফেবারিট লিস্ট প্রদর্শিত হবে

ALT+D এ্যাডেস বার নির্বাচিত হবে

ALT+E এডিট ম্যানু প্রদর্শিত হবে

ALT+F ফাইল ম্যানু প্রদর্শিত হবে

ALT+S ব্রাউজ করা পুরোন পেজগুলো দেখাবে

ALT+T টুলস ম্যানু প্রদর্শিত হবে

ALT+V ভিউ ম্যানু প্রদর্শিত হবে

Tab একসাথে কয়েকটি পেজ খোলা থাকলে অন্য পেজ-এ যাবার জন্য

F5 ওয়েবপেজটি রিফ্রেস করার জন্য

CTRL+SHIFT+DEL ভিজিট করা পেজগুলোর ডাটা হিস্টরি মুছার জন্য

CTRL+SHIFT+D সরাসরি বুকমার্ক ম্যানুতে পেজ সেভ করার জন্য

F11 প্রথম বার চাপলে ব্রাউজারের পেজটি সম্পুর্ণ ভাবে দেখাবে, আবার ২য় বার স্বাভাবিক ভাবে দেখাবে

———————————————————————-

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ভালোবাসা এবং সাদা পৃষ্ঠা

iPhone থেকে Laptop/PC তে Internet ব্যবহার করুন।

কিভাবে কোন user-এর জন্য Hard Disk এর জায়গা বরাদ্ধ দেয়া যায় ?