জীবনকাল


মেস জীবন অানন্দের? গত দুদিনে মনে হয়েছে অনেক কষ্টের। কাল সারাদিন শুধু মুড়ি খেয়ে থেকেছি । রাতে ভাত খেয়েছি ১ টায়। তবে কি বলা উচিত,,,কষ্টের। মেসে শুধু অামি অার অামার রুমমেট রবিন। সবাই বাড়িতে । অামরা মেসে ৫জন থাকি। অামর রবিন কারো কাছে টাকা নাই। রান্নাঘরে বাজার নাই। বোয়া এসে থালা বাসন মেজে চলে যায়। অাজ ক্লাস ছিলো। যায়নি । ক্ষুধা নিয়ে ক্লাস করা যায় ?! অার ঘুম থেকে উঠতে দেরি হয়েছে। সব মিলিয়ে যাবার কোনো উপায় ছিলো না । তবে অাজ দুপুরের চিন্তা নাই । মারুফ এর বাসায় দাোয়াত অাছে । অার রাতে এক ব্যাবস্থা হয়ে যাবে । এমন পরিস্থিতি এ প্রথম না,,,কারন মেস জীবন কাটাচ্ছি ২০০৩ থেকে । এইচ এস সি পরেছি কুষ্টিয়া সরকারি কলেজে । মেস এ থাকতাম । তবে কুষ্টিয়া অার ঢাকার মধ্যে অাকাশ অার পাতাল পাথ্যর্ক । তবে সব মিলিয়ে অামি খুব ইনজয় করি মেস জীবন । বাড়ি অামার ভালো লাগেনা। ছোট থেকেই স্বাধিনতা অামার খুব ভালো লাগে । মেস জীবন হল স্বাধিন জীবন । ইচ্ছা মতো অাকাশে োরা যায় ।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ভালোবাসা এবং সাদা পৃষ্ঠা

iPhone থেকে Laptop/PC তে Internet ব্যবহার করুন।

কিভাবে কোন user-এর জন্য Hard Disk এর জায়গা বরাদ্ধ দেয়া যায় ?