পেনড্রাইভের ভাইরাস দূর করুন Ninja Pendisk! দ্বারা

বর্তমানে দাম কমাসহ বেশ কিছু কারনে মেমোরী/পেনড্রাইভের জনপ্রিয়তা বহুগুনে বেড়ে গেছে। এর ব্যবহার দিন দিন যেমন বাড়ছে তেমনি বাড়ছে এর মাধ্যমে ভাইরাস ছড়ানো্র কাজটি।আমাদের কম্পিউটারে যে ভাইরাস ঢুকে তার শতকরা ৯৯% ঢুকে এই বহনযোগ্য মেমোরীর মাধ্যমে।এই ভাইরাস বেশী ছড়ায় ডিজিটাল ল্যাবে যখন ছবি পরিস্কার করতে দিই তখন।এইজন্য কম্পিউটার ব্যবহারকারীর চিন্তার কোন শেষ নেই।এই বহনযোগ্য মিডিয়ার ভাইরাসের জন্য আমরা অনেকেই বিভিন্নএন্টিভাইরাস ব্যবহার করি তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে USB Disk Security .কিন্তু তা হালাল(ফ্রি) নয়।

এসব পেনড্রাইভের ভাইরাস দূর করার জন্য আপনি ব্যবহার করতে পারেন Ninja Pendisk! অত্যন্ত শক্তিশালী এই পেনডিস্ক অটোভাবেই ভাইরাস দূর করতে পারে।

logo4 পেনড্রাইভের ভাইরাস দূর করুন Ninja Pendisk! দ্বারা | Techtunes

এর সুবিধা সমূহ হলঃ

*এর সাইজ মাত্র ৭৪৬ কি.বা.

*সফটওয়ারটি পোর্টেবল

*এটি সম্পূর্ন ফ্রিওয়ার তাই লাইসেন্সের ঝামেলা নেই

*ভাইরাস পেলে স্বয়ংক্রিয়ভাবে তা ডিলিট করতে পারে নিজেকে আর কস্ট করতে হয় না।

25 পেনড্রাইভের ভাইরাস দূর করুন Ninja Pendisk! দ্বারা | Techtunes

ব্যাবহারবিধিঃ

ডাউনলোড এর পর, ডাবল ক্লিক করে সফটওয়ারটি চালু করুন । দেখবেন নিচে এর আইকন দেখা দিচ্ছে

34 পেনড্রাইভের ভাইরাস দূর করুন Ninja Pendisk! দ্বারা | Techtunes

সফটওয়ারটি উইন্ডোজ চালু হবার সাথে সাথে চালু করতে চাইলে,আইকনের ডানক্লিক করুন এবং Add to start up এ ক্লিক করলেই পরবর্তিতে নিজে নিজেই চালুহবে

45 পেনড্রাইভের ভাইরাস দূর করুন Ninja Pendisk! দ্বারা | Techtunes

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ভালোবাসা এবং সাদা পৃষ্ঠা

iPhone থেকে Laptop/PC তে Internet ব্যবহার করুন।

কিভাবে কোন user-এর জন্য Hard Disk এর জায়গা বরাদ্ধ দেয়া যায় ?