হার্ড ড্রাইভ লুকানোর ৪টি সহজ নিয়ম

আমি আজ আপনাদেরকে আজ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে টিউন করতে যাচ্ছি। আমাদের হার্ডডিক্স বিভিন্ন প্রকার পার্টিশন দিয়ে ভাগ করা থাকে। এরমধ্যে আমরা বিভিন্ন গোপনীয় ও গুরুত্বপূণ ফাইল রেখে থাকি। কিন্তু এমন একটা সময় মাঝে মাঝে আসতে পারে যেসময় আপনার হার্ডড্রাইভকে লুকানোর প্রয়োজন পড়ে। অর্থাৎ আমি বলতে চাচ্ছি আপনি যদি চান আপনার কোন একটি নির্দ্দিষ্ট ড্রাইভকে আপনি লুকিয়ে রাখতে পারেন। আর এই হার্ডডিক্স এর হার্ডড্রাইভ লুকনোর চার টি পদ্ধতি আছে। সেই চারটি পদ্ধতির সবগুলো আমি আপনাদের জনাচ্ছি আমার ৫০তম টিউনে।

1. HD Hide freeware সফটওয়ারের সাহায্যে:

Hide Drives Hide (HDHide) সফটওয়ারটির সাহায্যে আপনি আপনার হার্ডডিক্সের A: – Z: পর্যন্ত সবগুলো ড্রাইভ লুকানো, অথবা আন-লুকানো (Hide/Unhide) করতে পারেন। Windows 95/98/ME/NT/2000/XP operating systems গুলোতে প্রোগ্রামটি রান হবে।
আর এই হিডেন ড্রাইভগুলো আপনি Explorer এর সাহায্যে দেখতে পারবেন না।
সফটওয়ারটি খুবই ছোট এবং ব্যবহার খুবই সহজ। সবচেয়ে মজার কথা এটা একটা portable সফটওয়ার।

Direct downloading Link. http://www.ziddu.com/download/2741816/hdhide.zip.html

Screen:

HDhide1 হার্ড ড্রাইভ লুকানোর ৪টি সহজ নিয়ম (Miss করবেন না আমার ৫০তম টিউনটি):  | Techtunes

2. TweakUI freeware এর সাহায্যে:

TweakUI, Microsoft PowerToys ইউটিল সফটওয়ারের একটা অংশ। এবং হার্ডড্রাইব লুকানো ছাড়া আরও অনেক কাজ করতে পারে। এটা আপনাকে Windows XP এর default user interface, including mouse settings, Explorer settings, taskbar settings, ছাড়াও অনেক কাজ করতে সাহায্য করবে।

ইনস্টল করবার পর Start > Programs > PowerToys for Windows XP > TweakUI. এখানে যেয়ে ‘My Computer’এক্সপেন্ড করুন, ’Drives’ এ ক্লিক করুন, এবং সেই ড্রাইভটা uncheck করুন যেটা আপনি লুকাতে চান।
Direct downloading link. http://www.ziddu.com/download/2741877/TweakUiPowertoySetup.exe.html

Screen:

tweak UI SC 270x352 হার্ড ড্রাইভ লুকানোর ৪টি সহজ নিয়ম (Miss করবেন না আমার ৫০তম টিউনটি):  | Techtunes

138085721 add9500c9c হার্ড ড্রাইভ লুকানোর ৪টি সহজ নিয়ম (Miss করবেন না আমার ৫০তম টিউনটি):  | Techtunes

3. built-in Diskpart utility এর সাহায্যে:

এটা করার জন্য আপনার কোন বাড়তি সফটওয়ারের প্রয়োজন হবেনা। কমান্ড প্রমোট এর সাহায্যে আপনি এটা সহজেই করতে পারেন।

কিভাবে করবেন? এখানে দেখুন:

  1. Start -> Run ক্লিক করুন (রান এর ডায়ালগ বক্স আসবে)
  2. - Type cmd and press Enter (কমান্ড প্রোমট আসবে)
  3. - কমান্ড প্রোমটে diskpart লিখে Enter করুন।
  4. - এখন list volume টাইপ করুন। (এটা আপনার কম্পিউটারের সকল ভলিয়মগুলো দেখাবে)

vista windows7 diskpart 02 হার্ড ড্রাইভ লুকানোর ৪টি সহজ নিয়ম (Miss করবেন না আমার ৫০তম টিউনটি):  | Techtunes

  1. – যদি আপনি E ড্রাইভ লুকাতে চান, তাহলে select volume 6 টাইপ করুন
    - এখন remove letter E টাইপ করুন (Note: কম্পিউটার রিস্ট্রাট দিতে হবে).

    Diskpart আপনার কম্পিউটার থেকে drive letter টা লুকিয়ে ফেলবে. এটাকে আপনি আরএক্সপ্লোরারের মাধ্যমে দেখতে পারবেন না।

  2. একন যদি আপনি এটাকে আন হাইড করতে চান তাহলে ওই পদ্ধতি আবার অনুসরণ করুন এবং remove letter E এর জায়গায় assign letter E টাইপ করুন।

4. Registry এডিট করার মাধ্যমে:

- রান কমান্ডের সাহায্যে regedit টাইপ করে এন্টার দিয়ে রেজিস্ট্রি এডিট এপেন করুন।
- এই ঠিকানায় প্রবেশ করুন HKEY_CURRENT_USER’Software’Microsoft’Windows’CurrentVersion’Policies’Explorer

low disk space dword হার্ড ড্রাইভ লুকানোর ৪টি সহজ নিয়ম (Miss করবেন না আমার ৫০তম টিউনটি):  | Techtunes

- এখানে Explorer কীর ডান পার্শ্বস্থ প্যানেলে NoViewOnDrive নামে নতুন একটি DWORD ভ্যালু (REG_DWORD) তৈরি করে এর উপর ডাবল ক্লিক করে এটি ওপেন করুন এবং নিচে বর্ণিত নিয়মানুযায়ী উপযুক্ত মান প্রবেশ করান। এরপর এডিটর বন্ধ করে ফিরে এসে কম্পিউটার লগ অফ অথবা রিস্টার্ট করুন। এবার সবগুলো ড্রাইভ দেখা যাবে ঠিকই কিন্তু নিষিদ্ধ ড্রাইভটিতে প্রবেশ করতে গেলেই একটা এরর ম্যাসেজ প্রদর্শিত হবে।

নিয়মটা হল : আপনি যদি সবগুলো ড্রাইভে প্রবেশ নিষিদ্ধ করতে চান তাহলে 67108863 মানটি Decimal ভ্যালু হিসেবে প্রবেশ করান। এছাড়া কোন নির্দিষ্ট ড্রাইভ নিষিদ্ধ করতে চাইলে তার জন্য নির্দিষ্ট একটি মান প্রদান করতে হবে। যেমন A এর জন্য 1, B এর জন্য 2, C এর জন্য 4, D এর জন্য 8, E এর জন্য জন্য 16 এভাবে প্রতিটি ড্রাইভ লেটারের জন্য এই মান দ্বিগুণ হতে থাকবে। এই হিসেবে Z এর জন্য মান হবে 33554432.

আপনি যদি দুই বা ততোধিক নির্দিষ্ট সংখ্যক ড্রাইভকে একসাথে নিষিদ্ধ করতে চান, তাহলে আপনাকে সেই ড্রাইভগুলোর মানসমূহের যোগফল ব্যবহার করতে হবে। যেমন আপনি যদি D এবং G ড্রাইভ দুটোকে নিষিদ্ধ করতে চান, তাহলে আপনাকে D এর মান 8 এবং G এর মান 64 এর যোগফল 72 NoDrives এ প্রবেশ করাতে হবে।
প্রত্যেকটা ড্রাইভের ভ্যালুগুলো নিচে দেওয়া হলো:
A = 1
B = 2
C = 4
D = 8
E = 16
F = 32
G = 64
H = 128
I = 256
J = 512
K = 1024
L = 2048
M = 4096
N = 8192
O = 16384
P = 32768
Q = 65536
R = 131072
S = 262144
T = 524288
U = 1048576
V = 2097152
W = 4194304
X = 8388608
Y =16777216
Z = 33554432
All drives = 67108863

রিস্ট্রাট দিয়ে আপনার পছন্দের ড্রাইভটি লুকিয়ে যাবে। এটা আবার ফেরৎ পাইতে হলে হলে NoDrives নামের রেজিষ্ট্রি ভেলুটা ডিলিট করে দিন।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ভালোবাসা এবং সাদা পৃষ্ঠা

iPhone থেকে Laptop/PC তে Internet ব্যবহার করুন।

কিভাবে কোন user-এর জন্য Hard Disk এর জায়গা বরাদ্ধ দেয়া যায় ?