ডিলিট হয়ে যাওয়া ফাইল ফিরিয়ে আনুন রিকোভা দিয়ে
আপনার কম্পিউটারে ইচ্ছাক্রিত বা অনিচ্ছাক্রিতভাবে যেকোনো জরুরি ফাইল ডিলিট হয়ে যেতে পারে। তখন বেশ দুরভোগ পোহাতে হয়। বিশেষ করে অফিসের জরুরি ফাইল অথবা আপনার নিজের কম্পিউটারের দরকারি ফাইল যেকন ভাবেই ডিলিট হয়ে যেতে পারে, তখন সেটিকে রিকোভা দিয়ে অতি সহজ ভাবে ফিরিয়ে আনা যাবে!
এর গূনাগূনঃ
১.খুব দ্রুত কাজ করে।
২.ডিপ স্ক্যান করে।
৩.এক্সপি সাপোরতেড।
৪.ইমেইল রিকোভারি।
৫.সেভ করা হয়নি এমন ওয়ারড ডকুমেন্টও ফিরিয়ে আনতে পারে।
৬.কোনো ফাইলকে যদি চিরতরে ডিলিত করতে চান, তাহলে তাও পারবেন।
৭.খুব কম সময়ে ওধিক ফাইল রিকোভার করতে পারে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন