ডিলিট হয়ে যাওয়া ফাইল ফিরিয়ে আনুন রিকোভা দিয়ে




আপনার কম্পিউটারে ইচ্ছাক্রিত বা অনিচ্ছাক্রিতভাবে যেকোনো জরুরি ফাইল ডিলিট হয়ে যেতে পারে। তখন বেশ দুরভোগ পোহাতে হয়। বিশেষ করে অফিসের জরুরি ফাইল অথবা আপনার নিজের কম্পিউটারের দরকারি ফাইল যেকন ভাবেই ডিলিট হয়ে যেতে পারে, তখন সেটিকে রিকোভা দিয়ে অতি সহজ ভাবে ফিরিয়ে আনা যাবে!

এর গূনাগূনঃ

১.খুব দ্রুত কাজ করে।

rkdmbp ডিলিট হয়ে যাওয়া ফাইল ফিরিয়ে আনুন রিকোভা দিয়ে  | Techtunes

২.ডিপ স্ক্যান করে।

23lipzc ডিলিট হয়ে যাওয়া ফাইল ফিরিয়ে আনুন রিকোভা দিয়ে  | Techtunes

৩.এক্সপি সাপোরতেড।

৪.ইমেইল রিকোভারি।

৫.সেভ করা হয়নি এমন ওয়ারড ডকুমেন্টও ফিরিয়ে আনতে পারে।

10ibev6 ডিলিট হয়ে যাওয়া ফাইল ফিরিয়ে আনুন রিকোভা দিয়ে  | Techtunes

৬.কোনো ফাইলকে যদি চিরতরে ডিলিত করতে চান, তাহলে তাও পারবেন।

৭.খুব কম সময়ে ওধিক ফাইল রিকোভার করতে পারে।

i36qo8 ডিলিট হয়ে যাওয়া ফাইল ফিরিয়ে আনুন রিকোভা দিয়ে  | Techtunes


DOWNLOAD HERE

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ভালোবাসা এবং সাদা পৃষ্ঠা

iPhone থেকে Laptop/PC তে Internet ব্যবহার করুন।

কিভাবে কোন user-এর জন্য Hard Disk এর জায়গা বরাদ্ধ দেয়া যায় ?