রসগোল্লা

বেশিতো চাইনি কোনদিন: তবু কেনো তোমার মাতন উড়াল, কবিতার বৃষ্টিতে ভিজিয়েছি তোর হৃদয় । শুধুতো একটি যুবকের স্বপ্নগুলোকে পারলেনা ধরে রাখতে বুকের মাঝে. কষ্টের পৃথিবীতে তোমার কারণে ভালবাসা মানে আজ গরম সিঙ্গারা । উঠতি যুবকের গো-গ্রোসী মুখ। বেচে থাকার এই নতুন নিয়মে বড় অসহায় আমি : পৃথিবীতে উচ্ছিষ্ট প্রেমও নেই আমার জন্য । ওরে অভিমানি মেয়ে জানলে না তুমি ঠুনকো পৃথিবীতে ভালোবাসার স্থায়িত্ব রসগোল্লার মতো আঠালো বিশ্বাসে ।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন