তোমার দোয়ায় অনেক ভালো আছি মা,,,,,,

বাসায় নেট লাইন নেই । তাই অনেকদিন হলো আসা হয়না এই পথে । তবে অনেক দিন পর এলাম । আপনার সবাই একই পথে আছেন ,,বেশ ভালো লাগছে । জীবনকাল খুব একটা ভালো যাচ্ছেনা । গত মাসের লোন এর টাকা এখনো শোধ করতে পারিনি । আর দুদিন সময় আছে । কাছে আছে শুধু মাত্র ৩০ টাকা,,,কিন্তু আমার প্রোয়োজন ১০,০০০ টাকা । কোথায় পাবো, কিভাবে পাবো এখোনো জানিনা । আল্লাহ আছেন । নতুন বাসা নিয়েছি । ১০,০০০ টাকা ভাড়া । আমি আর রবিন থাকবো । ৮০০০ টাকা এডভান্স করেছি । আরো ২০০০ করতে হবে । কিন্তু কোথায় পাবো । রবিন তার ৫০০০ দিয়েছে । আমি দিয়েছি ৩০০০..আরো দিতে হবে ২০০০ । কোথায় পাবো,,কিভাবে পাবো জানিনা । সামনের মাসের ২ তারিখ থেকে মিড টার্ম পরিক্ষা । পড়াশোনার অবস্তা খুব ই করুন । কি হবে জানিনা । তার উপর আবার একই দিনে ২ টা পরিক্ষা । সব মিলিয়ে ভালো যাচ্ছেনা জীবন । তবুও বলতে দ্বিধা নেই ,,,তোমার দোয়ায় অনেক ভালো আছি মা,,,,,,
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন