প্রেম ও শূণ্যতা


এক. জলের মতো শরীর থেকে নেমে আসে শেকড়। স্থিরতার ভেতর অনন্ত সাঁতার, মুঠোয় জড়ানো আঙুল যেন পাতা, আবরণ জুড়ে থাকে প্রেম ও সংসার। দুই. গাছতো নুয়েছে এই ফলভারে সাজানো মালা পড়েছি এই দেহ হাড়ে বিরহী জানে শুকনো ফুলের ব্যথা! আবরণ ছিঁড়তে জানি;তবু এই খাঁচার অধীনতা। তিন. আমার শেকড় আঁকড়ে নেই ভূমিতল। রক্তে নেই তীব্র উত্থান কোনো গোপন গৃহে জমে পলির কোমল দেহ তার প্রাণ পায় বিসর্জনে যেন। চার. নিজেকে প্রবেশ করিয়েছি ,দ্বিতীয় স্বত্ত্বার গহীণে খুঁজে পাবো শেকড় তার গর্ভগৃহে আকাঙ্ক্ষার উৎসব হয় রক্ত ও ঋণে স্বত্ত্বার মিলিত প্রশ্বাস বাজে পরস্পরের মোহে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ভালোবাসা এবং সাদা পৃষ্ঠা

iPhone থেকে Laptop/PC তে Internet ব্যবহার করুন।

কিভাবে কোন user-এর জন্য Hard Disk এর জায়গা বরাদ্ধ দেয়া যায় ?