এক সাইটেই এখন সব

ইন্টারেনট ব্যাবহার করছি বহূদিন কিন্তু এক একটি সাইট সমন্ধে জানতে পেরেছি অনেক পর। ইন্টারেনেটে অনেক শিক্ষামূলক ও প্রয়োজনীয় সাইট থাকলেও সেগুলো অতটা আলোচিত নয়। তাই পরবর্তীতে যারা কম্পিউটার ব্যাবহার করবে তাদের জন্য এই সমস্যাটা কিছুটা হলেও সমাধানের চেষ্টা করেছি এক সাইটেই সব কিছু দিয়ে নতুন একটা সাইট তৈরী করে। আশা করি এখন প্রয়োজনীয় সাইট খোজার জন্য এখন আর সার্চ ইঞ্জিন ঘাটতে হবে না, এখানে এলেই সব কিছু পাবেন। আর যদি এটিকে আপনার হোমপেজ হিসেবে রাখেন তাহলে তো আর প্রয়োজনীয় সাইটের এ্যাড্রসও আর বারবার লিখা লাগবে না।দেখুন না একবার সাইটটি কেমন লাগে। এ্যাড্রেসঃ www.bdweb7.com

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ভালোবাসা এবং সাদা পৃষ্ঠা

iPhone থেকে Laptop/PC তে Internet ব্যবহার করুন।

কিভাবে কোন user-এর জন্য Hard Disk এর জায়গা বরাদ্ধ দেয়া যায় ?