ইন্টারনেট ছাড়াই W3Schools.com থেকে ওয়েব ডিজাইন শিখুন…

সবাইকে আমার সালাম ও শুভেচ্ছা। আশা করি সকলেই ভাল আছেন। অনেকদিন পর টিউন করছি। আশা করি সকলের ভালো লাগবে ও কাজে লাগবে।

W3Schools.com সম্পর্কেতো আমরা অনেকেই কমবেশি জানি। তারপরেও যারা জানেন না তাদেরকে আবার বলছি W3Schools.com হল অনলাইনে HTML, CSS, JAVA, PHP ইত্যাদি শেখার একটি অসাধারণ ওয়েবসাইট। এখানে খুব সুন্দরভাবে সব টিউটোরিয়াল দেয়া আছে। এই সাইটের ব্যাপারে আর কি বলব। আর কথা না বাড়িয়ে বলে ফেলি আমার আজকের টিউনটা কি নিয়ে।

W3Schools.com থেকে আপনি ওয়েব ডিজাইন শিখতে হলে অবশ্যই আপনার ইন্টারনেট কানেকশন থাকতে হবে। কিন্তু আমি যদি বলি না থাকলেও চলবে। আপনি ইন্টারনেট ছাড়াই এখন শিখতে পারবেন ওয়েব ডিজাইন। এর জন্য অবশ্য একটু নেট প্রয়োজন। কারন অফলাইনে W3Schools.com’র সব টিউটোরিয়াল পাওয়ার জন্য আপনাকে W3Schools’র অফলাইন ওয়েবসাইটটি ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার পরই ঝামেলা শেষ। আর প্রয়োজন নেই ইন্টারনেট কানেকশনের। তাহলে আর দেরি করার কি দরকার। যারা অফলাইনে W3Schools.com’র সব টিউটোরিয়াল পেতে চান তাহলে ক্লিক করুন এখানে……

ডাউনলোড করার পর যা করতে হবেঃ

প্রথমেই আপনি w3schools.com.rar ফাইলটি Extract করে নিন। করার পর ফোল্ডারটি ওপেন করুন। এবং নিছের ছবি অনুযায়ী contents.htm ক্লিক করুন।

opendg ইন্টারনেট ছাড়াই W3Schools.com থেকে ওয়েব ডিজাইন শিখুন... | Techtunes

ক্লিক করার পর আপনার ব্রাউজারে নিচের ছবি অনুযায়ী এই পেজটি আসবে এবং http://www.w3schools.com/ ক্লিক করুন।

76637510 ইন্টারনেট ছাড়াই W3Schools.com থেকে ওয়েব ডিজাইন শিখুন... | Techtunes

এরপর যে পেজটা আসবে সেটাই w3schools.com’র অফলাইন ওয়েবসাইট। এবার আর কোনো ঝামেলাই থাকল না। আপনি এখান থেকেই নেট কানেকশন ছাড়াই খুব সহজেই শিখতে পারবেন W3Schools’র সব টিউটোরিয়াল।

ধন্যবাদ। আগে টিউন হয়ে থাকলে দুঃখিত।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ভালোবাসা এবং সাদা পৃষ্ঠা

iPhone থেকে Laptop/PC তে Internet ব্যবহার করুন।

কিভাবে কোন user-এর জন্য Hard Disk এর জায়গা বরাদ্ধ দেয়া যায় ?