করোনার দিনগুলোতে ০১
২৪ এপ্রিল ২০২০ রাত ১২.৩০ প্লান অনুযায়ী আমার কিছুই হয়না। প্লান করি।এক,আর হয় আরেক। যাহোক কাল প্লান ছিল আজ সকাল ৭/৮ টার মোধ্যে ঘুম থেকে উঠবো। হলোনা। ঘুম থেকে ঊঠেছি সকাল ১০ টায়। হজরত এর ফোন পেয়ে। হযরত আমার বন্ধু। হাসিমপুর আমাদের জমির পাশে ওদের বাড়ি। আমার দাদা এত তার পোস্য পুত্র রশিদের কথা অনুযায়ী রশিদ কাকার বাড়ির পাশে জমি কিনেছিল। পুকুর সহ জমি। ৭ বিঘা মত হবে। জমি টা লিজ দিয়েছি আর পুকুর টা কড রেখেছি ৮০ হাজার টাকায়। আম্মুর চিকিৎসার জন্য মুলত নিয়েছিলাম। কিছু টাকা ধার দেনা শোধ করে বাকি ৫০ হাজার আম্মুর চিকিৎসায় দিয়েছিলাম। আম্মুর ৬ মাস কেমো শেষ। এখন মুখে ঔষধ চলছে। বাবার রেখে যাওয়া জমি থেকে ১ লাখ টাকা পেয়েছিল আম্মু।এই টাকা দিয়ে শেষে এসে কেমো শেষ করলো। যাহোক, আম্মুকে নিয়ে অন্য একদিন বলবো। ঘুম থেকে উঠে নাস্তা করে পুকুরে চলে গেলাম। কেজি ৪ ছোট বাটা আর কিছু তেলাপিয়া মাছ,সাথে রেজাউল ভাই কলা আর কলার মুচা দিয়ে দিল। চলে এলাম বাড়ি। প্রতিদিনের মত আজও সারাদিন কেটে গেলো। তবে আজ শরির টা ভাল লাগছে না। গলা ব্যাথা সকাল থেকে। এখনো কমেনি। সাথে হালকা কাশিও আছে। কি আছে কপালে আল্লাহ জানে। নিজেকে আলাদা করবো কিনা বু...