করোনার দিনগুলোতে ০৩

২৫ এপ্রিল
রাত ৩.২৬

কাল রমজান মাসের প্রথম রোজা ছিল। ইচ্ছা ছিল প্রথম রোজা করবো। হলোনা । গলার ব্যাথা টা বেড়েছে। হালকা কাশি ও আছে সাথে। আজ সারাদিন একা একা আছি। সারাদিন মেয়েটাকে কোলেও নিতে পারিনি। নিজেকে কোরায়ান্টাইন করে রাখছি। বলাতো যাইনা। কি হচ্ছে শরিরে। সকালে ঘুম থেকে উঠে বাজারে গিয়েছিলাম ঔষধ কিনতে। বাজার থেকে এসে ঘরে। আর বের হয়নি। সুহি ঘরে খাবার দিয়ে যাচ্ছে। একা একা খাচ্ছি। আমাদের একসাথে খাওয়ার অভ্যাস। একা একা খেতে খুব খারাপ লাগছে। সুহির মন টা ভাল না। চুপচাপ আছে দুদিন হলো। খুব কম কথা বলছে। কি যে হয়ছে বুঝতেছিনা। অনেক বার জিজ্ঞেস করেছি। বলেনা। ওর মন খারাপ সাধারণত বেশি সময় থাকেনা। এবার দেখছি সময় নিচ্ছে । হয়তো আমার জন্য টেনশন করছে। টেনশন হওয়াটা সাভাবিক। আমার জন্য না জানি বাড়ির সবার কিছু হয়ে যায়। মেয়েটার জন্য বেশি টেনশন। যাহোক ঔষধ খাচ্ছি। প্রেমাংশু আজ বলেই ফেললো,, টেষ্ট করাতে চাই নাকি। আমি বললাম আর একটা দিন দেখি। ওদিকে আম্মু কান্নাকাটি করছে। একা একা দুরে থাকে। টেনশন করছে। এমনিতেই তার টেনশন করতে করতেই জীবনটা শেষ হয়ে গেলো। সামী ছেলে মেয়ে কেউ তাকে সুখি করতে পারলোনা। জানি আল্লাহ মাফ করবেনা আমাকে। কি করবো মাঝে মাঝে দিশেহারা হয়ে যায়। এমন একটা অবস্থা,,কিছুই করার নাই আমার। আবার থাকতেও পারে। আমি হয়তো পারিনা। আল্লাহ ভাল জানেন। 
একা একা রাতে ঘুম আসেনা, আমার অনেক পুরোনো অভ্যাস । সুহির পাশে থাকলে ঘুমিয়ে যেতাম এত সময়। সুহি আর সেজা একা একা কি করছে আল্লাহ জানে । মেয়েটা রাতে খুব জালাই সুহিকে। সারারাত বুকের দুধ খাবে। ঘুমাতে দেয়না সুহিকে। আমি কি করবো,,আমি উঠে দেখি, আবার ঘুমিয়ে যায়। 
ভালই তো চলছিল। হঠ্যাত করেই শরির টা খারাপ হয়ে গেলো। আবার হাতে আর মাত্র ২০০ টাকা আছে। সকালে আশিক ফোন দিল,বাজার নাই বাড়িতে। কি করবো,,আসতে বললাম,,৪০০ টাকা ছিল,,২০০ টাকা দিয়ে দিলাম।কাছে আছে  আর ২০০ টাকা। কিভাবে চলবো জানিনা। আল্লাহ একটা ব্যাবস্থা করে দেবে। আমার আল্লাহ আমাকে ব্যাবস্থা করেই দেই। কেম্নে কেম্নে যেনো হয়ে যায়। আজ নয়ন ফেসবুক মেসেজে বলছে বিকাশ নাম্বার দিতে। টাকা পাঠাবে আমাকে। আমি টেকনিকালি না বলেছি। আমি জানি ও মন থেকেই দিতে চাইছে। কিন্তু কেমন যেনো মনটা নিতে চাইলো না। বললাম সেজাকে ঈদে জামা কিনে দিতে। আর বাড়িতে বাজার আছে,লাগলে চাইবো,,,কি যানি চাইবো কিনা। না থাকলে চাইতে হতেও পারে। আল্লাহ ভাল জানেন। 
এই অর্থনৈতিক   দুর্দশা কবে যে যাবে। আর ভালো লাগেনা। 
বেচে থাকলে আল্লাহ ব্যাবস্থা করে দেবে। 
৪ টা বাজতে গেলো,,,ঘুমনোর চেষ্টা করি।  যদিও চোখে একটুও ঘুম নেই,,,চেষ্টা করতে করতে ঘুমিয়ে যাবো,,,
বেচে থাকলে কাল কথা হবে। 
আল্লাহ হাফেজ। 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ভালোবাসা এবং সাদা পৃষ্ঠা

iPhone থেকে Laptop/PC তে Internet ব্যবহার করুন।

কিভাবে কোন user-এর জন্য Hard Disk এর জায়গা বরাদ্ধ দেয়া যায় ?