পোস্টগুলি

জুন, ২০২০ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

শিরোনামহীন

  -বাহিরে বৃষ্টি হচ্ছে । ভিজবে ? -না ,,ঠান্ডা লাগবে, জ্বর আসবে - আচ্ছা তুমি থাকো আমি গেলাম - এই শোন শোন,,কোথাই যাচ্ছো? - ভিজতে - বুষ্টি তোমার ভালো লাগে? - সবসময় না ,,রাতের বুষ্টি ভালো লাগে । - কেনো ..রাতের বৃষ্টি কেনো,,দিনের বৃষ্টি না কেনো ? - কারন রাতে পৃথিবী ঘুমায়,,আর এ সময় আকাশ কাদলে কেউ দেখেনা,,যাদের আকশের মত দুখ তারা আকাশ এর দুখ ভাগ করে নিতে পারে । - তোমার কি মনে হয় যারা রাত জাগে তাদের অনেক দুখ? - হ্যা, - কেনো এমন মনে হয়? - যাদের মনে সুখ তারা ঘুমায়,,কারন ঘুম হলো এক প্রকার সুখ,,আর সুখ তো সুখের কাছেই যাবে,,তাইনা ,,এজন্য ঘুম দুখি মানুষের কাছে আসেনা তাই দুখিরা রাতে ঘুমাই না,,কারন ঘুম আসেনা । - হুম,,ভালো বলেছো । সারারাত জেগে থাকবে? -হ্যা,,সৃর্য আসলেই ঘুমিয়ে যাবো,,কারন ঘুম তখন আসবে,,ঘুম আলোকে ভয় পায় । -তোমার শরির খারাপ করেনা ? - হ্যা করতো,,এখন আর করেনা,,আর কতো করবে,,,সবকিছুর একটা শেষ আছে.. -হুম,,আচ্ছা তুমি এমন কেনো বলতো !!? নিজের লাইফ নিয়ে একটুও সচেতন না । - কি করবো বলো,,আমি যে এমনি,,আর লাইফ নিয়ে সিরিয়াস হয়ে কি হবে বলো,,কাল থেকে যদি আমি লাইফ নিয়ে সিরিয়াস হয়,,পরের দিন আমি এই পৃথিবীতে...