শিরোনামহীন

 

-বাহিরে বৃষ্টি হচ্ছে । ভিজবে ?
-না ,,ঠান্ডা লাগবে, জ্বর আসবে
- আচ্ছা তুমি থাকো আমি গেলাম
- এই শোন শোন,,কোথাই যাচ্ছো?
- ভিজতে
- বুষ্টি তোমার ভালো লাগে?
- সবসময় না ,,রাতের বুষ্টি ভালো লাগে ।
- কেনো ..রাতের বৃষ্টি কেনো,,দিনের বৃষ্টি না কেনো ?
- কারন রাতে পৃথিবী ঘুমায়,,আর এ সময় আকাশ কাদলে কেউ দেখেনা,,যাদের আকশের মত দুখ তারা আকাশ এর দুখ ভাগ করে নিতে পারে ।
- তোমার কি মনে হয় যারা রাত জাগে তাদের অনেক দুখ?
- হ্যা,
- কেনো এমন মনে হয়?
- যাদের মনে সুখ তারা ঘুমায়,,কারন ঘুম হলো এক প্রকার সুখ,,আর সুখ তো সুখের কাছেই যাবে,,তাইনা ,,এজন্য ঘুম দুখি মানুষের কাছে আসেনা তাই দুখিরা রাতে ঘুমাই না,,কারন ঘুম আসেনা ।
- হুম,,ভালো বলেছো । সারারাত জেগে থাকবে?
-হ্যা,,সৃর্য আসলেই ঘুমিয়ে যাবো,,কারন ঘুম তখন আসবে,,ঘুম আলোকে ভয় পায় ।
-তোমার শরির খারাপ করেনা ?
- হ্যা করতো,,এখন আর করেনা,,আর কতো করবে,,,সবকিছুর একটা শেষ আছে..
-হুম,,আচ্ছা তুমি এমন কেনো বলতো !!? নিজের লাইফ নিয়ে একটুও সচেতন না ।
- কি করবো বলো,,আমি যে এমনি,,আর লাইফ নিয়ে সিরিয়াস হয়ে কি হবে বলো,,কাল থেকে যদি আমি লাইফ নিয়ে সিরিয়াস হয়,,পরের দিন আমি এই পৃথিবীতে থাকবো এই গ্যারান্টি তুমি আমাকে দিতে পারবে ? পারবে না । তুমি তো যানো আমার বাবা আমার মত ছিলো । লাইফ নিয়ে সিরিয়াস ছিলো না কখোনো । কিন্তু বাস্তব তাকে সিরিয়াস হতে বাধ্য করলো । কিন্তু তাতে কোন লাভ হলোনা । সিরিয়াস হ্ওয়ার ১৫ দিন পরেই তাকে সব থেকে বড় বাস্তব এর সম্মুখিন হতে হলো । চলে গেলো আমদের কে ছেড়ে । বলো ,,,কোন লাভ হয়েছে সিরিয়াস হয়ে । বরং আমদের কে ভাসিয়ে দিয়ে গেলো অজানা সুুুুুমুদ্রেে। আমি আমার ভাঞা তরিি নিয়ে কখনো ডুবছি,,আবার উঠছি,,এভাবেই চলে যাচ্ছে,,এখন একটাই ইচ্ছে ,,নিজের তরি মজবুত করে মাকে আমার তরিতে নিয়ে আসা,,কিন্তু আমি পারছিনা,,তরিটা এতই ভাঙ্গা ,,আমি একা পেরে উঠছি না,,
- এই শোন আমার সেল এর চার্জ শেষ..বন্ধ হয়ে যাবে ..
- গেলে যাবে..
- তুমি এ ব্যাপারেও সিরিয়াস হলেনা,,
- হয়ে কি লাভ বলো..?
- সবকিছু কি লাভ আর লস এর হিসাব দিয়ে চলে,,
-চলে,,সব কিছুই লাভ আর লস এর ব্যাপার,,
- প্লিজ প্লিজ প্লিজ be serious about ur life,,কারন শুধু তোমার মা নয় আমিও তোমার তরিতে ওঠার জন্য অপেক্ষায় আছি,,কারন তুমিই বলেছো । আমি জানি তুমি আমার কথা ভাবোনা । একটুও না ।
- এভাবে বলোনা,,সে সময়টাতে তুমি না থাকলে আমি হয়তো এতদিন ডুবেই যেতাম,,এই আছো,,হ্যালো ,,হ্যালো ,,হ্যালো,,

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ভালোবাসা এবং সাদা পৃষ্ঠা

iPhone থেকে Laptop/PC তে Internet ব্যবহার করুন।

কিভাবে কোন user-এর জন্য Hard Disk এর জায়গা বরাদ্ধ দেয়া যায় ?