আপনার ফায়ারফক্সের স্পিড বাড়িয়ে তুলুন ১০ গুনঃ টিপস

ফায়ারফক্সের গতি বাড়িয়ে তুলতে চাইলে ফলো করুন নিচের পদ্ধতি গুলো।

অনেক ভালো কাজ করে আগে আমার যেই মেমোরী খেত ফায়ারফক্স এখন তার অর্ধেক ;)

যাই হোক চলুন দেখি কিভাবে করতে হবে

১) এড্রেস বারে লিখুন about:config

২) স্ক্রল করে খুজে বের করুন এই এন্ট্রিগুলো

network.http.pipelining
network.http.proxy.pipelining
network.http.pipelining.maxrequests

এইবার প্রথম এবং দ্বিতীয় টিকে true করে দিন

তৃতীয়টির নাম্বার ভ্যালু সেট করে দিন 30

3) অবশেষে রাইট বাটনে ক্লিক করে নতুন একটি integer নিন

নাম দিন nglayout.initialpaint.delay

এটার ভ্যালু সেট করে দিন 0

ব্যাস হয়ে গেল এবার দেখুন আপনার ফায়ারফক্সের গতি কেমন বেড়েছে। :D

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ভালোবাসা এবং সাদা পৃষ্ঠা

iPhone থেকে Laptop/PC তে Internet ব্যবহার করুন।

কিভাবে কোন user-এর জন্য Hard Disk এর জায়গা বরাদ্ধ দেয়া যায় ?