কম্পিউটার সতেজ (ঢিলেমি দূর) করার কিছু টিপস্....
কম্পিউটারে একটানা দীর্ঘ সময় কাজ করলে একসময় কম্পিউটার বেশ স্লো হয়ে যায়। ফলে আমরা যা করি তা হচ্ছে- কম্পিউটারটি রি-স্টার্ট দেয়া। ফলে কম্পিউটার আবার পুরদ্দোমে কাজ শুরু করে। কিন্তু পুরোপুরি কি আগের অবস্থায় ফিরে যায়? কম্পিউটারের কিছু টেম্প ফাইল স্থায়ী ভাবে আপনার কম্পিউটারে বাসা বাঁধে যা Manually Delete করা ছাড়া উপায় নেই। অযথা রি-স্টার্ট না দিয়ে নিচের পদ্ধতিটি টি অনুসরণ করতে পারেন এবং ফিরিয়ে আনতে পারেন আপনার কম্পিউটারের হারানো শক্তি -
My Computer এ মাউস এর রাইট বাটন চেপে Manage সিলেক্ট করুণ, System Tools>Event Viewer>Application সিলেক্ট করুন দেখবেন অনেকগুলো Warning দেখাবে, মেনুবার থেকে Action>Clear All Events সিলেক্ট করে No তে ক্লিক করুন। Yes ক্লিক করলে সে নোট পেড এ সেভ করতে চাইবে। একই উপায়ে নীচ থেকে Security ও System সিলেক্ট করে ক্লিয়ার করে নিন।
এরপর আসুন C:\WINDOWS\Prefetch নামের ফোল্ডারে। সবগুলি ফাইলসিলেক্ট করে ডিলেট করে দিন।
এরপর C:\WINDOWS\system32\dllcache নামের ফোল্ডার থেকেও সবগুলি সিলেক্ট করে ডিলেট করে দিন।
সব উইন্ডো বন্ধ করে এবার Refresh করুন আর পরিবর্তনটা লক্ষ করুন।
ও আরেকটি কথা- temp ফাইল গুলো যেন মুছতে ভূলবেন না। temp file গুলো সহযে এবং একত্রে মুছার জন্য Run এ লিখুন %temp% এবং এন্টার করুন। সবগুলি টেম্প ফাইল একত্রে পেয়ে যাবেন এবং পাঠিয়ে দিন যমের বাড়ীতে। এবং যখনই স্লো মনে হবে এভাবে Clear করুন এবং দেখুন আপনার কম্পিউটার কত সতেজ হয়ে গেছে।
My Computer এ মাউস এর রাইট বাটন চেপে Manage সিলেক্ট করুণ, System Tools>Event Viewer>Application সিলেক্ট করুন দেখবেন অনেকগুলো Warning দেখাবে, মেনুবার থেকে Action>Clear All Events সিলেক্ট করে No তে ক্লিক করুন। Yes ক্লিক করলে সে নোট পেড এ সেভ করতে চাইবে। একই উপায়ে নীচ থেকে Security ও System সিলেক্ট করে ক্লিয়ার করে নিন।
এরপর আসুন C:\WINDOWS\Prefetch নামের ফোল্ডারে। সবগুলি ফাইলসিলেক্ট করে ডিলেট করে দিন।
এরপর C:\WINDOWS\system32\dllcache নামের ফোল্ডার থেকেও সবগুলি সিলেক্ট করে ডিলেট করে দিন।
সব উইন্ডো বন্ধ করে এবার Refresh করুন আর পরিবর্তনটা লক্ষ করুন।
ও আরেকটি কথা- temp ফাইল গুলো যেন মুছতে ভূলবেন না। temp file গুলো সহযে এবং একত্রে মুছার জন্য Run এ লিখুন %temp% এবং এন্টার করুন। সবগুলি টেম্প ফাইল একত্রে পেয়ে যাবেন এবং পাঠিয়ে দিন যমের বাড়ীতে। এবং যখনই স্লো মনে হবে এভাবে Clear করুন এবং দেখুন আপনার কম্পিউটার কত সতেজ হয়ে গেছে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন