কিভাবে কোন user-এর জন্য Hard Disk এর জায়গা বরাদ্ধ দেয়া যায় ?

আমরা কম বেশি সবাই Hard Disk -এর জায়গা ব্যবহার নিয়ে অনেক সমস্যায় পড়ি। আর এটি তখন হয় যখন আমাদের কম্পিউটার একাধিক ব্যাক্তি ব্যবহার করে থাকে। যে যার মত করে Hard disk-এর ব্যবহার করে HARD DISK এর জায়গা শেষ করে ফেলে, যার কারণে আমাদের Disk Space সমস্যায় পড়তে হয়। এখন আপনি ইচ্ছে করলে কোন USER কি পরিমাণ Hard disk space ব্যবহার করবে তা ঠিক করে দিতে পারবেন। এবার আসুন তাহলে দেখিয়ে দিই কিভাবে ? আমি এই কাজটি করার জন্য প্রথমে দুটি USER তৈরি করলাম emdad এবং emdadblog. emdad ব্যবহারকারি হল Administrator group-এর এবং emdadblog হল Non-Administrator group-এর। এখন আমি এই emdadblog user কে আমার কম্পিউটারের C: ড্রাইবের জন্য জায়গা ঠিক করে দিব, সে কি পরিমাণ জায়গা ব্যবহার করতে পারবে। আমি Emdad user নামে আমার কম্পিউটারে লগিন করলাম। নিচের ছবিটি দেখুন এরপর আমি আমার কম্পিউটারে গিয়ে C: ড্রাইভের উপর রাইট মাউস ক্লিক করে তার প্রোপ্রাটিজ থেকে Quota অপশনে গিয়েছি। নিচের ছবিটি দেখুন। এবার এইখানে "Enable quota management" অপশনটির উপর ঠিক চিহ্ন দিয়ে "Quota Entries" -এ ক্লিক করেছি। একটি নতুন উইন্ডো আসবে। এই ...